বড়াইগ্রামে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপায় আব্দুল গফুর (৩৯) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আহম্মেদপুর এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। আব্দুল গফুর সদর উপজেলার বাগরোম গ্রামের মিশ্রী প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভ্যান চালক আব্দুল গফুর সকালে হয়বতপুর থেকে একজন যাত্রী নিয়ে আহাম্মদপুর বাজারে আসছিলেন। ভ্যানটি বাজারের অদুরে বাজারে পৌঁছালে পেছন থেকে পাবনাগামী একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুল গফুর মারা যান। ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
সাম্প্রতিক মন্তব্য