logo
news image

প্রধানমন্ত্রীর আমার বাড়ি আমার খামার প্রকল্প দারিদ্র জনগোষ্ঠির ভাগ্য পরিবর্তন করছে ......মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
‘প্রধানমন্ত্রীর আমার বাড়ি আমার খামার প্রকল্প দেশের দারিদ্র জনগোষ্ঠির ভাগ্যের পরিবর্তন করছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে দারিদ্র জনগোষ্টিকে আর্থিকভাবে সাবলম্বি করার জন্য প্রধানমন্ত্রীর এই প্রকল্প বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে।’ ঈশ্বরদীর প্রত্যন্ত সলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ‘আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক’ এর বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যদান কালে প্রধানমন্ত্রী এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ একথা বলেছেন। মিরকামারী-২ গ্রাম উন্নয়ন সমিতির ম্যানেজারের বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার আহম্মেদ হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার নূর-উর রহমান, প্রকল্প পরিচালক আকবর হোসেন , বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আমিনুল ইসলাম, পাবনার জেলা প্রশাসক জসীম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও সলিমপুর ইউপি’র চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা।
প্রকল্পের ঈশ্বরদীর সমন্বয়কারী উজ্জ্বল হোসেনের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সমিতির সভাপতি আব্দুর রহিম মালিথা, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য সানোয়ারা খাতুন, রেহেনা পারভীন প্রমূখ। পরে মূখ্য সমন্বয়কসহ উর্দ্ধতন কর্মকর্তারা সমিতির কয়েকজন সদস্যের বাড়ি ও খামার পরিদর্শন করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top