logo
news image

যাত্রী সেবায় রেল নিরাপত্তা বাহিনীকে আস্থা অর্জন করতে হবে .......রেলমন্ত্রী

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
‘যাত্রী সেবায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের আস্থা অর্জন করে সর্বোত্তম সেবা দিতে হবে।’ শনিবার সকালে ঈশ্বরদীর পাকশীতে পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ১১তদ (সিপাহী) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাউয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি একথা বলেছেন। মন্ত্রী আরো বলেন, রেলবান্ধব শেখ হাসিনা সরকার রেল ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহন করেছে। পশ্চিমাঞ্চল রেলেও হাইস্পিড ট্রেন চালু করা হবে জানিয়ে বলেন, সাশ্রয়ি ও আরামদায়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি। অচিরেই রেলওয়েতে লোকবল ১ লাখের উপরে নিয়ে যাওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, রেলওয়ের মহাপরিচালক কাজী মোঃ রফিকুল আলম, পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক খোন্দকার শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম রেলের চীফ কামান্ডেন্ট ফাত্তাহ ভূঁয়া।
অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস, সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির নেতা এ্যাডভোকেট রবিউল আলম বুদু, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ইউএনও আহাম্মদ হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলীসহ রেলওয়ের পশ্চিমাঞ্চল ও পাকশী বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা, রেল শ্রমিক লীগের নের্তৃবৃন্দ এবং স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top