logo
news image

এবার হানিমুনে মেতে আছেন শুভশ্রী

টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও নির্মাতা রাজ চক্রবর্তীর প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই শোনা যাচ্ছে টলিপাড়ায়। প্রেম-বিয়ের গুঞ্জনসহ নানা ঘটনা নিয়ে গত বছর আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। তাই শিরোনামটি পড়ে মনে হতেই পারে সত্যি সত্যি বিয়ে করেছেন শুভশ্রী। তবে যারা এমনটা ভাবছেন, তারা ভুল ভাবছেন। কারণ এখানে ‘হানিমুন’ ছবির কথা বলা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে শুভশ্রীর পরবর্তী সিনেমা ‘হানিমুন’। প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ও শুভশ্রী। সম্প্রতি সিনেমাটির গানের শুটিং করতে থাইল্যান্ডে গিয়েছিলেন এই জুটি। তাই ‘হানিমুন’ নিয়েই মেতে আছেন এই অভিনেত্রী।

সিনেমাটিতে তার চরিত্র প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে শুভশ্রী বলেন, ‘এই সিনেমায় আমার চরিত্রের নাম জয়তী। সে খুব সাধারণ একজন মেয়ে। সকলেই রিলেট করতে পারবেন। মেয়েটির এক বছর বিয়ে হয়েছে কিন্তু হাজব্যান্ড এখনো হনিমুনে নিয়ে যায়নি। সেটা নিয়েই বরের সঙ্গে ঝগড়া। বরের বস আবার খুব কড়া। তিনি ছুটি নেয়া এক্কেবারে পছন্দ করেন না। মাঝখান থেকে বরটা ফেঁসে যায়..।

সাম্প্রতিক মন্তব্য

Top