logo
news image

নাটোরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী অনুদান পেলেন ১৬জন

ক্রীড়াঙ্গন প্রতিবেদক।  ।  
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশন হতে এককালীন আর্থিক অনুদান পেয়েছে নাটোরের ১৬জন অস্বচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা । মঙ্গলবার (১০ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে ক্রীড়া ব্যক্তিত্বের মাঝে অনুদানের চেক বিতরণ করেন নাটোরের জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ। এসময় অতিরক্তি জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান জনকল্যাণমুখী সরকার দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের সামাজিক নিরাপত্তা বলয়ে সকল শ্রেণী-পেশার মানুষ অনুদান বা ভাতা পাচ্ছেন। সামাজিক এ নিরাপত্তা বলয় ক্রমশ বাড়ছে।
উল্লেখ্য, এবারে ১৬ জন সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ ও সংগঠক প্রত্যেকেই ১৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top