logo
news image

আব্দুস সাত্তারের মৃত্যুতে- এমপি শামসুর রহমান শরীফের শোক

ষ্টাফ রিপোর্টারঃ
ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার (৬৫) এর মৃত্যুতে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি গভীর শোক প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার ভোরে বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করলে তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টায় তিনি ইন্তেকাল করেন।
এমপি শরীফ এক শোক বার্তায় মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভরি সমবেদনা জানিয়েছেন। বলেন, দলের প্রতি আনুগত্য, নিবেদিত ও আপোষহীন এই নেতা আব্দুস সাত্তারের অবদানের কথা ঈশ্বরদীর তথা দাশুড়িয়ার আওয়ামী লীগ ও অংগ সংগঠনের সকল নেতা-কর্মী শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

সাম্প্রতিক মন্তব্য