logo
news image

বেতন ভাতা পাচ্ছেন না বেসরকারি কারিগরি শিক্ষক কর্মচারী ঈদের আনন্দ মাটি হতে বসেছে

লালপুর (নাটোর) সংবাদদাতা

কারিগরি অধিদপ্তর অধিন  বেসরকারী শিক্ষক কর্মচারীরা এবার চলতি মাসের বেতনসহ ঈদুল ফিতর উৎসব বোনাস পাবেন  আগামী ১০ জুন । এখবরে তাদের ঈদের আনন্দ মাটি হতে বসেছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল সোমবার ২৭ মে বিকালে কারিগরি শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন ও উৎসব বোনাসের চেক ছাড় করা হয় । যা উত্তোলন করা যাবে আগামী ১০ জুন। অথচ ঈদুল ফিতর উদযাপিত হবে ৫ জুন। 
অন্যদিকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রায় সাড়ে চার লাখ শিক্ষক কর্মচারীর বেতন ভাতার চেক গত বৃহস্পতিবার ২৩ মে ছাড় করে। যার অর্থ উত্তোলন করা যাবে আগামী ৩ জুন। 
এব্যাপারে মঞ্জিলপুকুর কৃষি কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের প্রভাষক ওয়ালিউর রহমান ক্ষোভের সাথে জানান, একটি অধিদপ্তরের শিক্ষক কর্মচারী বেতনসহ ভাতা পাচ্ছেন আর অন্যরা পাবেন না। এক দেশে কতো নিয়ম!
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অধ্যক্ষ বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর বরাবরই বেসরকারী শিক্ষক কর্মচারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে আসছেন।এটা তারই বহিঃপ্রকাশ।

সাম্প্রতিক মন্তব্য

Top