logo
news image

ঈশ্বরদীতে বাস চাপায় শ্রমিক নিহত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীর ঢুলটিতে (ঈশ্বরদী-পাবনা মহাসড়কে) বাস চাপায় হামিদুর প্রামানিক (৩৫) নামে এক শ্রমিক  নিহত হয়েছেন।  সে ঈশ্বরদীর ভাদুর বটতলা এলাকার ভোলা প্রামানিকের ছেলে। হামিদুর ঈশ্বরদী ফিড মিলের শ্রমিক  ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৪ মে) সকাল পৌনে আটটায় ঈশ্বরদী-পাবনা সড়ক সংলগ্ন ঈশ্বরদী ফিড মিল থেকে কাজ শেষে বাইসাইকেল নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে ফিড মিলের সামনে সড়কে উঠলে পাবনা হতে ঈশ্বরদী অভিমুখী আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে হামিদুরকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সাম্প্রতিক মন্তব্য