logo
news image

বাগাতিপাড়ায় গ্রাম্য চিকিৎসকদের রিফ্রেশার প্রশিক্ষণের সনদ প্রদান

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর সম্মেলন কক্ষে মাস ব্যাপি রিফ্রেশার প্রশিক্ষণ শেষে সনদ পত্র বিতরন করা হয়েছে। রোববার সকাল ১০ টায় লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে এই সনদপত্র বিতরণ করা হয়। স্বাস্থ্য মন্ত্রনালয় অনুমোদিত গ্রাম ডাক্তারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভুল চিকিৎসা নির্মুলে ৩৭ জন প্রশিক্ষণার্থীকে এক মাস ব্যাপি রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়। সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগাতিপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আমিনুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন, মেডিক্যাল অফিসার ডাঃ নাজমুল হাসান, বাঘা উপজেলা (আর.এম.পি) ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ফজলুর রহমান মুক্তা, প্রশিক্ষণ সমম্বয়কারী সাইফুল ইসলাম।

সাম্প্রতিক মন্তব্য