logo
news image

ঈশ্বরদীতে বীজ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ শীর্ষক কর্মশালা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) ঈশ্বরদী শাখার আয়োজনে রবিবার সকালে বীজ প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিনার ঈশ্বরদী কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ ড. রোকণূজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন ডাল গবেষণার পরিচালক রইছ উদ্দিন চৌধুরী, ডিএই পাবনার উপ-পরিচালক আজাহার আলী, অতিরিক্ত কৃষি অফিসার রোকশানা কামরুন্নাহার। স্বাগত বক্তব্য দেন ফার্ম ম্যানেজার আব্দুস সোবাহান।
কর্মশালায় বিনা উদ্ভাবিত মুগ, তিল, আউশ ধানের সম্প্রসারণযোগ্য জাত সমূহের পরিচিত, চাষাবাদ পদ্ধতি, বীজ প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের বিষয়ে কৃষি বিভাগের উপ সহকারী ও কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top