logo
news image

বড়াইগ্রামে আম চাষীদের উদ্বুদ্ধকরণ সভা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে নিরাপদ আম উৎপাদন ও বাজারজাতকরণের উদ্দেশ্যে আমচাষী, ব্যবসায়ী ও আড়ৎদারদের সমন্বয়ে উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার আম চাষী ও ফল ব্যাবসাই এই উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন।
উপজেলার জোয়ারী ইউনিয়নের কুমরুল গ্রামের নুরুল ইসলামের আম বাগানে আম চাষী নুরুল ইসলামের সভাপতিত্বে আম চাষী আবু হেনা মোস্তফা কামালের আমন্ত্রনে এবং উপজেলা প্রশাসনের নির্দেশনায় আয়োজিত উদ্বুদ্ধকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতায় কৃষি কর্মকর্তা ইকবাল আহমদ বলেন, এই উপজেলায় ৫১২ হেক্টর জমিতে আম চাষ হয়। এই আম গুলোতে পলিব্যাগ ব্যাবহার করলে রোগ বালাইয়ে আক্রমন থেকে রক্ষা পাবে। যথা সময়ে সংগ্রহ করতে হবে ফরমালিন আমে ব্যাবহার করা জাবে না। এ ছাড়াও আম ব্যবসাই সমিতির সভাপতি এস এম কামরুজ্জামান, ওয়ার্ড সদস্য ফেরদৌস, আম চাষী জাহাঙ্গীর আলম বক্তৃতা করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top