logo
news image

ঈশ্বরদীতে মাঝারি তাপদাহে প্রাণ ওষ্ঠাগত সর্বত্র ত্রাহি ত্রাহি অবস্থা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
গত তিনদিন ধরে প্রবাহিত মাঝারি তাপদাহে ঈশ্বরদী বাসীর প্রাণ ওষ্ঠাগত। সর্বত্র ত্রাহি ত্রাহি অবস্থা বিরাজমান হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে উঠেছে। আবহাওয়া অফিস জানায়, গত তিন দিন ধরে ঈশ্বরদীর তাপমাত্রা ৩৮ডিগ্রীর উপরে থাকায় মৌসুমের মাঝারি তাপদাহ প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার  সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রী রেকর্ড করা হয়েছে।
 সকাল ১০ টার পর হতেই তাপমাত্রা বাড়তে বাড়তে দুপুরে জনজীবন চরম অসহনীয় অবস্থায় পৌঁছে। সকাল ১১টার পর হতে রাস্তা-ঘাটে লোক চলাচল কমতে থাকে। রমযানের বাজারও জনশুণ্য। দুপুরে পশু-পাখিও চোখে পড়ে না। রাস্তায় দুয়েকটি ভ্যান, ট্রাক, মোটর কার চলাচল করলেও রিক্সা পাওয়া দুস্কর। মরু অঞ্চলের ‘লু’ হাওয়ার মতো গড়ম বাতাস গত তিন দিন ধরে প্রবাহিত  হচ্ছে। গড়ম বাতাসের হল্কায় চোখ-মূখ পুড়ে যাওয়ার উপক্রম।
এদিকে খরার তীব্রতায় ডায়ারিয়া ও আমাশয়ের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঈশ্বরদী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শামীম জানান, গড়মে রুগির সংখ্যা বেড়ে গেছে। বৃহস্পতিবার হিটষ্ট্রোকে আক্রান্ত ৪ জনকে হাসপাতালে আনা হলে তাদের চিকিৎসার পর সুস্থ করা হয়। তবে আরো অন্তত: ১২ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। যাদের স্থানীয়ভাবে তাৎক্ষণিক চিকিৎসার সুস্থ করা হয়।
 গড়মের তীব্রতায় মানুষের পাশাপাশি পশু-পাখিরা বেকায়দায় পড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই প্রতি বছরই সমস্যা বেড়েই চলেছে। বৃ নিধনের কারণেই প্রকৃতির এই বিরুপ আচরণের অন্যতম কারণ বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।

সাম্প্রতিক মন্তব্য

Top