logo
news image

ঈশ্বরদীর আরামবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীর আরামবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভবনের নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বুধবার দুপুরে সাবেক ভূমি মন্ত্রী, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুর রহমান শরীফ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত এই নির্মাণ কাজের উদ্বোধন করেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন সরদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমসেদ আলী সরকার, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, মাধ্যমিক শিা অফিসার মোঃ সেলিম আক্তার, মুক্তিযোদ্ধা পানাউল্লাহ্ সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের প্রধান শিক রনজিৎ কুমার বিশ্বাস।
প্রসঙ্গত: বিগত কয়েক বছর আগে পদ্মা নদীর ভাঙ্গণে স্কুলের বেশিরভাগ অংশ নদীগর্ভে বিলীন হয়। বাঁধ নির্মাণের পর স্থানীয় এমপি  শরীফ সাহেব স্কুলটিতে ভবন নির্মাণের উদ্যোগ নিলে সরকারের ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট উল্লেখিত টাকা বরাদ্দ দেন।

সাম্প্রতিক মন্তব্য

Top