লালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। রবিবার (৫মে) দুপুরে উপজেলা চত্তরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে পাঁচ জন অস্বচ্ছল প্রতিন্ধীদের মাঝে বিনা মূল্যে পাঁচটি হুইল চেয়ার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী,নাটোর প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা প্রসাদ দাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তানভীর বুলবুল খাঁন, কর্নেল রমজান আলী সরকার প্রমুখ।
সম্পাদনায়: আ.স ০৫.০৫.২০১৯
সাম্প্রতিক মন্তব্য