logo
news image

লালপুরে টেন্ডার ছাড়াই সরকারী গাছ বিক্রি

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে কোন রকম টেন্ডার বা কোটেশন ছাড়াই নাটোর যুব প্রশিক্ষন কেন্দ্রের পাঁচটি শিশু গাছ বিক্রি করেছেন ওই কেন্দ্রের কর্মকর্তা ডেপুটি কো অর্ডিনেটর শফিকুল ইসলাম।
শুক্রবার (৩ মে) দুপুরে লালপুরে অবস্থিত নাটোর যুব প্রশিক্ষন কেন্দ্রের ভিতরে গিয়ে দেখা যায়, দুটি স্থানে গাছ কাটার বড় বড় গর্ত হয়ে আছে এবং কয়েকজন লোক অন্য একটি মোটা শিশু গাছ কাটছে। গাছ কাটা লোকদের জিজ্ঞাসা করলে তারা জানায়, আপনি (প্রতিবেদক) পৌছার আগেই গর্তের গাছ দুটি কেটে বাইরে নিয়ে যাওয়া হয়েছে, তবে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা তারা জানাতে পারেনি। তারা আরো জানায় যে, ওই অফিসের কেয়ার টেকার উত্তম কুমারের মাধ্যমে নাটোর যুব প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি কো অর্ডিনেটর শফিকুল ইসলাম তার মহাজনের নিকট ১২ হাজার টাকায় পাঁচটি শিশু গাছ বিক্রি করে। তবে শর্ত ছিল গাছ কেটে নিয়ে যেতে পারলে তার দাম পরিশোধ করা হবে। সেই মোতাবেক শুক্রবার সরকারী ছুটির দিন হওয়ায় সকালে গিয়ে তারা গাছ কাটতে থাকে এবং দুটি গাছ কেটে বের করে নিয়ে যায়। এ বিষয়ে নাটোর যুব প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি কো অর্ডিনেটর  শফিকুল ইসলাম এই প্রতিবেদকে জানান, প্রশিক্ষন কেন্দ্রের মসজিদের উন্নয়নের জন্য পাঁচটি মরা  শিশু গাছ বিক্রি করা হয়েছে। তবে গাছ বিক্রি করার সপক্ষে কোন রেজুলেশন, টেন্ডার,বা কোটেশনের কাগজ দেখাতে পারেনি। এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি জানান, যুব প্রশিক্ষন কের্ন্দের গাছ বিক্রির বিষয়ে তিনি কিছুই জনেননা এবং কেউ তাকে এ বিষয়ে কিছু বলেননি।
সম্পাদনায়: আ.স ০৫.০৫.২০১৯

সাম্প্রতিক মন্তব্য

Top