নরুল্লাপুরে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে নানার বাড়ি বেড়াতে এসে সড়ক দূর্ঘটনায় রুদ্র ইসলাম (৪) নিহত হয়েছে। সে ওই একই উপজেলার শেরপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।
শুক্রবার (৩ মে) দুপুর ১ টার সময় নূরুল্লাপুর নুরা শাহর বাড়ির নিকট ঈশ্বরদী-লালপুর সড়কের পাশে দাঁড়িয়ে ছিল রুদ্র। হঠাৎ রাস্তার অপর দিকে তার মামা ও খালাকে দেখে রাস্তা পার হতে গেলে যাত্রিবাহী একটি ভুটভুটি ধাক্কা দিলে গুরুতর আহত হয়। গুরুতর আহত আবস্থায় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথি মধ্যে তার মৃত্যু হয় বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়। রুদ্রর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদনায়: আ.স ০৩.০৫.২০১৯
সাম্প্রতিক মন্তব্য