logo
news image

ফণীর বিষয়ে সার্বক্ষণিক তদারকি করছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।  ।  
লন্ডন থেকে ঘূর্ণিঝড় ‘ফণী’র বিষয়ে সার্বক্ষণিক তদারকি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ফণী মোকাবেলায় উপকূলীয় অঞ্চলসহ সারা দেশেই প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন।
লন্ডন থেকে প্রধানমন্ত্রীর প্রেস-সচিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে, ঘূর্ণিঝড় ‘ফণী’র কবল থেকে দেশবাসীকে যেন মহান আল্লাহ তায়ালা রক্ষা করেন সেজন্য শুক্রবার জুমার নামাজের পর দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় ‘ফণী’র বাংলাদেশ উপকূলে আঘাত হানার কথা রয়েছে, এই অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে আল্লাহ যেন দেশবাসীকে রক্ষা করেন, সেজন্য বাদ-জুমা সারা দেশের মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।
বিকেল ৩টার দিকে প্রতিমন্ত্রী ডা. এনামর রহমান সাংবাদিকদের বলেন, ফণী বাংলাদেশ উপকূল থেকে ৭০০ কিলোমিটার দূরে রয়েছে। বর্তমানে এটি উত্তর-পশ্চিম দিকে ধাবিত হচ্ছে, যদি এভাবে অগ্রসর হতে থাকে তাহলে পশ্চিমবঙ্গে আঘাত করার প্যাটার্ন দুর্বল হয়ে যাবে।
সম্পাদনায়: আ.স ০২.০৫.২০১৯

সাম্প্রতিক মন্তব্য

Top