logo
news image

ঈশ্বরদীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে ছোটের ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, বুধবার (১ মে) সকাল ৯টায় ঈশ্বরদী শহরের পুলিশ ফাঁড়ির মাঠের সামনে এক ভাংড়ীর দোকানে।
জানা যায়, আমবাগান পুলিশ ফাঁড়ির সামনে ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন ভাংড়ী ব্যবসায়ী জুয়েলের দোকানের ভেতর ভাংড়ী বিক্রি করার সময় জিয়ারুল মন্ডলকে (৩২) কে ছোট ভাই কাজিম মন্ডল ছুরিকাঘাত করলে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ঈশ্বরদী থানার ডিউটি অফিসার এসআই হালিম জানান, জিয়ারুল মন্ডল সম্প্রতি ১০ বছর জেল খাটার পর জামিনে বের হয়ে এসেছে। ছোট ভাই কাজিম মন্ডল বড় ভাইয়ের নিকট ৫ হাজার টাকা পাওনা ছিল। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে প্রথমে কিলঘুষি শুরু হয়। এই পর্যায়ে বড় ভাই দোকানের ভেতর ঢুকে পড়লে ছোট ভাই তাড়া করে গিয়ে পেটের ভেতর চাকু ঢুকিয়ে দেয়।
পুলিশ ঘটনাস্থল হতে ঘাতক কাজিম মন্ডলকে আটক করেছে। নিহত জিয়ারুল ঈশ্বরদী পৌরসভার নূরমহল্লা বস্তিপাড়া এলাকার মন্টু মন্ডলের ছেলে।

সাম্প্রতিক মন্তব্য