logo
news image

নানা আয়োজনে মহান ঈশ্বরদীতে মে দিবস পালিত হচ্ছে

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
নানা আয়োজনের মধ্যদিয়ে ঈশ্বরদীতে পালিত হয়েছে মহান মে দিবস। বুধবার সকালে আলহাজ¦ মোড় হতে পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ঈশ্বরদী শাখা বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট গোলচত্বরে এসে শেষ হয়। এছাড়াও ঈশ্বরদী মটর শ্রমিক ইউনিয়ন, সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন, অটোবাইক চালক শ্রমিক ইউনিয়ন, বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, প্লাম্বার শ্রমিক ইউনিয়ন, রিক্সাচালক শ্রমিক ইউনিয়ন, টাইলস্ শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন শহরে র‌্যালী বের করে।
পরে শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে শহরের রেলগেট গোলচত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন  পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ঈশ্বরদী শাখার সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক তহুরুল ইসলাম মানিক, মটর শ্রমিক ইউনিয়ন নেতা আলতাব হোসেন, পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ঈশ্বরদী শাখার সহ-সভাপতি বাবুল হোসেন, সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক বকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইনছার আলী, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম সেকুল, সিএনজি চালক সমিতির নেতা অপুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সাম্প্রতিক মন্তব্য