logo
news image

ঈশ্বরদীর জোতগাছি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বর্ণাঢ্য আয়োজন ঈশ্বরদীর জোতগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ভূমিমন্ত্রী, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি। প্রধান অতিথির বক্তব্যে এমপি শরীফ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা একুশ সালের বাংলা, একত্রিশের এবং একচল্লিশের  উন্নত বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এই প্রজন্মের শিক্ষার্থীদের বাবা-মা’র কথা শুনতে হবে, শিক্ষকদের আদেশ-নির্দেশ পালন করতে হবে। নিজের গ্রামকে সুন্দর করে গড়তে হবে। এভাবে নিজের জীবন সুন্দর করে গড়ে তুললে এই বাংলা উন্নত বিশ্বের কাতারে দাঁড়াবে এবং সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।’ এর আগে এলজিইডি’র অধীনে ৪২ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত দ্বিতল স্কুল ভবনের উদ্বোধন করা হয়।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বাহাউদ্দিন ফারুকী, পাবনা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আনসারি, উপজেলা প্রকৌশলী এনামুল কবির, প্রাথমিক শিক্ষা অফিসার মৃণাল কান্তি রায়। এছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বুলবুল হোসেন, দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, ইউনিয়ন যুবলীগ সভাপতি পুলক সরদার প্রমূখ। বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক ও এলাকার বিপুল সংখ্যক নারী ও পুরুষের ঢল নামে। শিক্ষার্থীরা এসময় মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করে ডিসপ্লে প্রদর্শন করে।

সাম্প্রতিক মন্তব্য

Top