logo
news image

পহেলা বৈশাখের অনুষ্ঠানে রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক।  ।  
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে রোববার (১৪এপ্রিল)  ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গালফ ক্লাবে আয়োজিত পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন।
রাষ্ট্রপ্রধান সশস্ত্র বাহিনীর সিনিয়র অফিসার ও তাদের পরিবাররের সদস্যদের সঙ্গে পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে তাঁর পত্নী রাশিদা খানম, পুত্র রেজোয়ান আহমেদ তৌফিক এমপি এবং বঙ্গভবনের কর্মকর্তারাসহ পরিবারের সদস্যরা ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা লেডিস ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।
সন্ধ্যায় গলফ ক্লাবে পৌঁছলে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
নৌবাহিনী প্রধান এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি হামিদ সশস্ত্র বাহিনীর পারফর্মার ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন। রাষ্ট্রপতি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা নৈশভোজে যোগ দেন।  (সূত্র: বাসস)
সম্পাদনায়: আ.স ১৪.০৪.২০১৯। 

সাম্প্রতিক মন্তব্য

Top