logo
news image

বৈশাখী ভাতা তুলতে পারছেন না শিক্ষক-কর্মচারীরা

স্টাফ রিপোর্টার : নববর্ষের আগে বৈশাখী ভাতা তুলতে পারেননি শিক্ষক-কর্মচারীরাব্যাংকে দেরিতে চেক জমা হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছেফলে কারো পক্ষেই বৈশাখী ভাতা তোলা সম্ভব হয়নিবলে শিক্ষক-কর্মচারীদের অভিযোগএতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেনতবে কয়েকজন শিক্ষক ভাতার টাকা তুলতে পেরেছেন বলেও জানা গেছেশিক্ষক নেতারা জানান, তারা ব্যাংক থেকে বৈশাখী ভাতার টাকা তুলতে পারেননিদেশের বেশিরভাগ স্থানে এ ঘটনা ঘটেছেফলে অগ্রণী, রূপালী, জনতা এবং সোনালী ব্যাংকের বিভিন্ন জেলা শাখায় সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষকরা সারাদিন ধরনা দিয়েও বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেলে টাকা তুলতে না পেরে ফিরে গেছেন

দেশের বিভিন্ন স্থানের শিক্ষকদের অভিযোগ, তাদের সঙ্গে বৈশাখী ভাতা প্রদান ও বণ্টন নিয়ে বৈষম্যমূলক আচরণ করা হয়েছেফলে পহেলা বৈশাখের আগে মাদরাসা শিক্ষকরা বৈশাখী ভাতার সুবিধা ভোগ করতে পারলেন নাবৈশাখের আনন্দ তাদের অনেকটাই ম্লান হয়ে গেল
ব্যাংক ম্যানেজারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বিলম্বে চেক ছাড়ের কারণে, ভাতা বণ্টনকারী ব্যাংকের শাখায় টাকা পৌঁছেনিতাই টাকা দেয়া সম্ভব হয়নি
জানা গেছে, গত জাতীয় নির্বাচনের আগেই পহেলা বৈশাখ থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের ঘোষণা দিয়েছিল সরকারএমপিওভুক্ত স্কুল-কলেজের টাকা ছাড় করা হয়েছে গত ৯ এপ্রিলআর এমপিওভুক্ত মাদরাসা ও কারিগিরি শিক্ষকদের বৈশাখী ভাতার টাকা ছাড় করা হয় ১০ এপ্রিলবিলম্বের কারণেই মূলত ভাতা বা বোনাস বণ্টনকারী ব্যাংকগুলো তাদের জেলা পর্যায়ের শাখায় টাকা পাঠাতে পারেনি
এছাড়া গত বৃহস্পতিবার ছিল পহেলা বৈশাখের আগে সর্বশেষ কার্যদিবসআগামীকাল পহেলা বৈশাখএর আগে ব্যাংক থেকে বোনাস বা ভাতা উত্তোলনের আর কোনো সুযোগ পাবেন না শিক্ষক-কর্মচারীরাতবে কিছু কিছু জেলার এমপিওভুক্ত সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ভাতা তুলতে পেরেছেন বলে জানা গেছে
উৎসবের আগে বৈশাখী ভাতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলাম রনিতিনি বলেন, আমাদের কোনো শিক্ষক-কর্মচারী বৈশাখী ভাতা তুলতে পারেননিসকলে ব্যাংকে গিয়ে ফিরে এসেছেনপ্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের বৈশাখী ভাতা দেয়া হলেও উৎসবের আগে কেউ টাকা তুলতে পারেননি
তিনি আরও বলেন, ভাতার টাকা তুলতে না পারায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছেএক শ্রেণির দুষ্টু কর্মকর্তাদের জন্য এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছেতারা ইচ্ছে করে দেরিতে ব্যাংকে চেক জমা দিয়েছেন কারণে শিক্ষকরা টাকা তুলতে ব্যাংকে গিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন
বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, বৈশাখী ভাতার টাকা অনুমোদন হতে দেরি হয়প্রথমবারের মতো এ ভাতা প্রদান করায় তা অনুমোদন করতে কিছুটা বিলম্ব হয়েছেতাই জন্য অনুদানকারী ব্যাংকগুলোতে অর্থ পৌঁছেনিতবে কিছু ব্যাংকে অর্থ পৌঁছে গেছে অনেকে বৈশাখী ভাতা পেয়েছেন
এমন পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে মহাপরিচালক বলেন, এমপিওভুক্ত সকল স্তরের শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা প্রদান করা হয়েছেতবে পহেলা বৈশাখের আগে কেউ কেউ ভাতা না পেলেও আগামী সোমবার এ অর্থ পেয়ে যাবেনভবিষ্যতে বৈশাখের আগেই শিক্ষকদের হাতে ভাতা পৌঁছে দেয়া হবে বলে জানান তিনি
মাদরাসা শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করার অভিযোগ প্রসঙ্গে গোলাম ফারুক বলেন, এ অভিযোগ সত্য নয় প্রক্রিয়াগত জটিলতার কারণে বিলম্ব হয়েছেঅনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাংকে টাকা ছাড়ের চেক পাঠানো হয়েছেপহেলা বৈশাখের আগে দুই দিনের সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষকরা টাকা তুলতে পারছেন নাএতে আমাদের কোনো হাত নেই

 

সাম্প্রতিক মন্তব্য

Top