logo
news image

লালপুরে সাজাপ্রাপ্ত আসামী সহ ১০ জন আটক

নিজস্ব প্রতিবেদক।।
বুধবার (১০ এপ্রিল) দুপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে জেলহাজতে প্রেরণ করলেন লালপুর থানা পুলিশ।
লালপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালপুর রেলগেট থেকে শিবপুর খাঁ পাড়া গ্রামের মৃত আব্দুল প্রামাণিক (আকু) এর ছেলে মোঃ আলম (৪১) কে এসআই আনোয়ারুল ও এএসআই মাসুদ রানার নেতৃত্বে বিশ বছর ধরে পলাতক থাকা ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী আলমকে গ্রেফতার করে। অপরদিকে সোমবার গভীর রাতে এসআই জাহিদ হাসান, এএসআই করম আলী, এএসআই মিঠুনের নেতৃত্বে বিভিন্ন মামলার পলাতক আসামী কালুপাড়া গ্রামের মৃত রেজু প্রামানিকের ছেলে রেজাউল করিম (৩৫), শালেশ্বর গ্রামের ছেকু প্রামাণিকের ছেলে ওয়াজেদ (৪৮), আটটিকা গ্রামের মৃত জুবান আলীর ছেলে সাইফুল ইসলাম (২৫), পালিদেহা গ্রামের জয়েনউদ্দিনের ছেলে আনোয়ারুল (৪০), মোহরকয়া গ্রামের ছহিরউদ্দিনের ছেলে বিচ্ছেদ আলী (৪০), পুরাতন ঈশ্বরদী গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে সুজন (২২), শিবপুর গ্রামের মৃত রহিম উদ্দীনের ছেলে রামিম (৩২) সহ মাদক ও নিয়মিত মামলার আসামীদেরকে গ্রেফতার করে লালপুর থানা পুলিশ। অন্যদিকে একই দিনে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী পুরাতন ঈশ্বরদীর রবিউলের স্ত্রী নাজমা (২৮) ও দক্ষিণ লালপুরের আনজের আলীর ছেলে আমজাদ হোসেন ৪৫ কে আটক করে।
এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল জানান থানা পুলিশের বিশেষ অভিযানে পলাতক ও সাজা প্রাপ্ত আসামীদের গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকি পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
সম্পাদনায়: আ.স ১০.০৪.২০১৯

সাম্প্রতিক মন্তব্য