logo
news image

ভেজাল মদ্য পানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ান নাগরিকের মৃত্যু ১ ও গুরুতর অসুস্থ ৩

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী থেকে---
ভেজাল মদ পান করে ঈশ্বরদীতে নির্মাণাধীন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ১ রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরো ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত রাশিয়ানের নাম দিমিত্রি (৪১)। রাজশাহীতে চিকিৎসাধীন গুরুতর অসুস্থরা হলেন মিখাইল, বারকোলভ আলেকজেন্ডার ও লোগোচেভ লেব ভ্লাদিমিরোচেভ। এরা সকলেই প্রকল্পের রাশিয়ান সাব-ঠিকাদারী প্রতিষ্ঠান ‘নিকমিথ’ (Nikimt) কোম্পানীতে কাজ করতেন।
জানা যায়, শনিবার রাত ৮টার দিকে প্রকল্পের আবাসন গ্রীণসিটির ৫ নং ভবনের ১২ তলার ১২১ নং ফাটে উল্লেখিত ৪ জন একসাথে বসে মদ পান করছিলেন। মদ খেয়ে সকলেই পেট ও বুকের ব্যাথায় অসুস্থ হয় এবং একপর্যায়ে অজ্ঞান হযে  পড়ে। এদের দ্রুত ঈশ্বরদী হাসাপাতালে নিযে ভর্তি করা হয়। ঈশ্বরদী হাসপাতালে অবস্থার উন্নতি না হলে রাত সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী হাসপাতালে নেয়ার পর রাত ১১টার দিকে চিকিৎসক  দিমিত্রিকে মৃত ঘোষণা করেন। অপর ৩ জনের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। রাশিয়ানরা এই মদ কোথা হতে সংগ্রহ করেছিলেন, তা জানা যায়নি।

সাম্প্রতিক মন্তব্য

Top