logo
news image

ক্লাশে না পড়িয়ে বাড়ি বাড়ি প্রাইভেট পড়ানো চলবে না ..শামসুর রহমান শরীফ এমপি

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন, ক্লাশে না পড়িয়ে বাড়িতে বাড়িতে প্রাইভেট পড়ানো চলবে না। স্কুলে পড়িয়েই শিক্ষার্থীদের জিপিএ-৫ পাওয়াতে হবে। ভাল করে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চ্চা করিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। মঙ্গলবার দাশুড়িয়ার মারমী সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদান কালে তিনি একথা বলেছেন। এমপি শরীফ আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। শিক্ষার্থীদের বেতন দিতে হয় না, বই কিনতে হয়। সর্বোপরি সরকার উপবৃত্তি প্রদান করছে। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতা এন দিয়েছেন। আর তারই কণ্যা মানবতার মা শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে দেশ এগিয়ে চলেছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মা-বাবা ও শিক্ষকের কথা শুনতে হবে। নিজের জীবন সুশৃংখলভাবে গড়ে তুললেই এই দেশ সোনার বাংলা হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন ডিলুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ময়েন উদ্দিন। এসময় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহম্মেদ বকুল, প্রেসকাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার প্রমূখ।
অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে।

সাম্প্রতিক মন্তব্য

Top