logo
news image

ঈশ্বরদীতে কাব্যগ্রন্থের মোড়ক উন্মেচন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
সাংবাদিক এস এম রাজার দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক উৎসব শনিবার সন্ধ্যায়  ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ‘স্বপ্ন দেখি’ ও ‘প্রিয় স্বদেশ’ কাব্যগ্রন্থের লেখক এস এম রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুর রহমান শরীফ এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শামসুল আলম, ঈশ্বরদী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আসলাম হোসেন, কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, কবি লতিফ জোয়ার্দার, শিক্ষক নেতা ইব্রাহিম হোসেন, সঙ্গিতজ্ঞ মাসুদ রানা প্রমূখ।
প্রথম পর্বে আলোচনা ও মোড়ক উন্মোচনের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top