logo
news image

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত

বাউয়েট প্রতিনিধি।।
নাটোরের বাউয়েটে (২৬ মার্চ ) বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিবসের শুরুতে বাউয়েট ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যায়ের পতাকা উত্তোলন এবং সালাম প্রদান করেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মোশারফ হোসেন। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষদের ডিনগণ, অতিরিক্ত রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, বিএনসিসি প্লাটুন, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর বিশেষ দোয়া, ও মোনাজাত ও ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়। ফ্যাকাল্টি এন্ড অফিসার্স কমপ্লেক্্র এবং আবাসিক হলগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া  ২৬ মার্চ ২০১৯ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিএনসিসি প্লাটুন পরিদর্শন করেন।
সম্পাদনায়: আ.স ২৯.০৩.২০১৯

সাম্প্রতিক মন্তব্য

Top