logo
news image

কৃষক সমিতির রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বাংলাদেশ কৃষক সমিতির রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সভা শুক্রবার রাজশাহী সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সমিতির রাজশাহী জেলা কমিটির আহব্বায়ক ও বাগমার ইউপির চেয়ারম্যান বিজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান। শুরুতে বিভাগীয় সমন্বয়ক আহসান হাবিব রিপোর্ট উপস্থাপন করেন। রিপোর্টেও উপর আলোচনা করেন, কেন্দ্রীয় সদস্য হাসান আলী শেখ, হুমায়ন কবীর, নওগাঁ জেলার মনসুর রহমান, ইমাজ উদ্দিন, সিরাজগঞ্জের গোলাম ফারুক, চাঁপাই নবাবগঞ্জের সন্তোষ পাল, রাজশাহীর প্রশান্ত পান্ডে, আলাউদ্দিন, কৃষ্ণ অদ্র মাহাতো, সদার আলী, শামতন খা, মিলন পাল, আমিনুল ইসলাম বিটু, নাদিম মাহমুদ প্রমূখ।
সভায় গৃহীত সাংগাঠনিক পরিকল্পনার মধ্যে রয়েছে, ২০শে এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ঠ জেলা কমিটির সভা, ৩০ শে এপ্রিল বিভাগীয় দাবী দিবস পালন। এছাড়াও ১০ই এপ্রিল ঢাকায় কৃষক ও ক্ষেত মজুর সংগ্রাম পরিষদের সমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহব্বান জানানো হয়েছে। এসময় কৃষক নেতারা সার, বীজ ও কীটনাশকের মূল্য কমানো এবং কৃষকের ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র খোলার দাবী জানানো হযেছে।

সাম্প্রতিক মন্তব্য

Top