logo
news image

শিক্ষার্থীদের শতভাগ পাস ও সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে -------শামসুর রহমান শরীফ এমপি।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
‘শতভাগ পাস নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে’। বুধবার ঈশ্বরদী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুর রহমান শরীফ এমপি একথা বরেছেন। এসময় তিনি আরো বলেন, ‘মাঠ আছে, কিন্তু খেলাধূলা নেই। দৈনন্দিন খেলাধূলার আয়োজন করার আহব্বান জানিয়ে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার কাজে সকল শিক্ষার্থীকে একই সাথে প্রস্ফুটিত হয়ে ফুটে উঠতে হবে। শুরুতে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়।
 এসময় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ। অধ্যক্ষ প্রফেসার মু. আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. জাকিরুল হক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহযোগী অধ্যাপক রোকনুজ্জামান, শিক্ষক পরিষদের সম্পাদক মুরলী মোহন দাস, সহযোগী অধ্যাপক হাফিজা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান হোসেন।

সাম্প্রতিক মন্তব্য

Top