logo
news image

মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকারী গ্রেফতার না হলে ঈশ্বরদীতে কঠোর কর্মসূচীর ঘোষনা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীর রূপপুরের মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিমকে গুলি করে হত্যার  ৪৭ দিনেও প্রকৃত আসামী গ্রেফতার না হওয়ায় দ্রুত প্রকৃত দোষীদের গ্রেফতার ও  শাস্তির দাবি আবারো মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা। সোমবার সকালে ঈশ্বরদীর দাশুড়িয়াতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কর্তৃক আয়োজিত মানববন্ধনে ও সমাবেশ হতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে মুক্তিযোদ্ধারা ঈশ্বরদী অচল, পাবনা জেলা সদরে মানরবন্ধন, ঢাকা জাতীয় প্রেসকাবের সামনে মানববন্ধনসহ প্রধানমন্ত্রীর দফতরে যাওয়ার ঘোষণাসহ কঠোর কর্মসূচী গ্রহনের হুশিয়ারী দিয়েছেন।
মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর সঞ্চালনায় এসময বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের পাবনা জেলা কমান্ডের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবনির্বাচিত উপজেলা চেযারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল খালেক,  নবনির্বাচতি মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, পাকশীর কমান্ডের হবিবুল ইসলাম হব্বুল, দাশুড়িয়ার ইউপি চেয়ারম্যান বকুল সরদার, সিপিবি’র আব্দুর রাজ্জাক, পাকশীর আঃ লীগ নেতা রেজাউল করিম রাজা, যুবলীগ নেতা আনোয়ার হোসেন প্রমূখ। গোলাম মোস্তফা চান্না মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় নিহত মুক্তিযোদ্ধার কন্যা লোপা আবেগজড়িত কণ্ঠে পিতা হত্যার প্রকৃত দোষীর শাস্তি দাবী করেন।মানববন্ধনে ঈশ্বরদীর বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

সাম্প্রতিক মন্তব্য