logo
news image

চীনে কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক।  ।  
চীনের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। এদিকে দুর্ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর উদ্ধারকর্মীরা এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে। ধ্বংসস্তুপের মধ্যে এখনো ২৪ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। এটি সাম্প্রতিক বছরগুলোতে চীনের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনার অন্যতম। খবর এএফপি’র।
চীনের পূর্বাঞ্চলীয় ইয়ানচেং নগরীতে বৃহস্পতিবারের এ বিস্ফোরণে কয়েকশ’ লোক আহত এবং একটি শিল্প পার্ক ধসে পড়ে।
নগর সরকারের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় ফায়ার ব্রিগেড শনিবার ভোরের দিকে বিধ্বস্ত ওই রাসায়নিক কারখানার ধ্বংসস্তুপের ভিতর থেকে ৪০ বছর বয়সের এক ব্যক্তিকে উদ্ধার করে।
বিবৃতিতে বলা হয়, চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তার শারীরিক অবস্থার ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
ইয়ানচেং মেয়র ক্যাও লুবাওয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি’র খবরে বলা হয়, উদ্ধার কর্মীরা নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।  (সূত্র: বাসস)
সম্পাদনায়: আ.স ২৩/০৩/২০১৯

সাম্প্রতিক মন্তব্য

Top