logo
news image

লালপুরে অগ্নিকান্ডে বসত বাড়ি সহ গবাদি পশু পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক।  ।  
নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের হারান মালিথার বাড়িতে বুধবার (২০ মার্চ) ভোররাতে অগ্নিকান্ডে বাড়ির পোষ্য হাস-মুরগী, গরু-ছাগল, আসবাবপত্র, নগদ টাকা ও অন্যান্য মালামাল সহ বসত বাড়ির ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান গৃহকর্তা হারান।
দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য শাহদত হোসেন সাধু  জানান, সম্ভবতঃ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খড়ের তৈরি বেড়া হওয়ার ফলে আগুন সারা বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে হাস-মুরগী ,৪ টি ছাগল ও ১টি গরু পুড়ে মারা যায় । স্থানীয়রা আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় দুরত্বে দাঁড়াতে পারেনি। সংবাদ পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সম্পাদনায়: আ. স.২৩/০৩/২০১৯

সাম্প্রতিক মন্তব্য

Top