logo
news image

ধুলোবালির প্রকোপে অতিষ্ঠ ঈশ্বরদী পৌরবাসী

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ধুলাবালির প্রকোপে অতিষ্ট হয়ে পড়েছে ঈশ্বরদী পৌরবাসী । বায়ু দূষণের ভয়াবহ প্রভাব পড়ছে পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের উপর। সকাল-বিকোল শহরের প্রধান সড়ক গুলোতে দোকানীরা পানি ছিটিয়েও ধুলাবালির প্রকোপ নিয়ন্ত্রণে আসছে না । যানবাহন চলাচলের সময় ধুলা-বালি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ফলে দূষণের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
শহরের প্রধান সড়ক আলহাজ্ব মোড় থেকে রেলগেট, স্টেশন রোড, চাঁদ আলীর মোড়, কলেজ রোডসহ বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায় ব্যবসায়ীরা নিজ উদ্যোগে পানি ছিটিয়ে ধুলাবালি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন।
সড়কের পাশের ইলেকট্রন্কি ব্যবসায়ী সাইফুল ইসলাম শাহীন বলেন, ধুলাবালির কারণে দোকানে বসে থাকা কষ্টকর হয়ে পড়েছে। ক্রেতারা দোকানে এক মূহুর্ত দাঁড়াতে চায় না। ফলে ব্যবসার ওপর প্রভাব ফেলছে।  রাস্তার পাশের খাবারের দোকানগুলোতে ধুলাবালির দুষণের প্রভাব ব্যাপকভাবে দেখা যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ী বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাার সংস্কার কাজ হয়নি। সংস্কারবিহীন বেহাল রাস্তার কারণে ধুলাবালির প্রকোপ কোনোভাবে রোধ করা সম্ভব হচ্ছেনা। রাস্তায় জমে থাকা ধুলাবালি  ও যানবাহন চলাচলের ফলে বায়ু দুষণ হচ্ছে। এতে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির  আসবাপত্রের ওপর ধূসর আস্তর পড়ে দ্রুত বিনষ্ট হচ্ছে এসব অস্থাবর সম্পদ।
ধুলায় বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট, যক্ষ্মা, হাঁপানি, চোখের সমস্যা, সর্দি, কাশি, হাঁচিসহ বহু রোগী হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
অস্বাস্থ্যকর পরিবেশ হতে শহরবাসীকে রক্ষার জন্য দ্রুত রাস্তা সংস্কারের দাবী জানিয়েছেন পৌরবাসী।

সাম্প্রতিক মন্তব্য

Top