logo
news image

ঈশ্বরদীর দাশুড়িয়ায় আগুনে পুড়ে নিঃস্ব দুই পরিবার

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
আগুনে পুড়ে প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ অর্থ হারিয়ে নিঃস্ব হয়েছে ঈশ্বরদীর দাশুড়িয়ার দুই পরিবার।  বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে দাশুড়িয়া ইউপির চাঁদপুর গ্রামে রমজান আলীর বাড়িতে এই অগিনকান্ডের ঘটনা ঘটেছে।
প্রতিবেশিরা জানান, বিকেল তিনটার দিকে চিৎকার শুনে রমজান আলী বাড়িতে এসে দেখেন আগুন লেগেছে। কোনকিছু বুঝে উঠার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শট সার্কিট হতে আগুনের উৎপত্তি হয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। এসময় বাড়িতে রাখা বড় ছেলে ডাঃ নজরুল ইসলাম ও ডাঃ রেজাউল করিমের প্রয়োজনীয় সনদ, কাগজপত্র, নগদ অর্থ, ফ্রিজ ও সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
 রমজান আলী জানান, তিনি এসে দেখেন বাড়ির পেছন দিকের অংশ পুড়ে গেছে। এসময় সকলকে ডেকে তড়িঘড়ি করে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে ঈশ্বরদী ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।  অগ্নিকান্ডে  প্রায় ৫ হতে ৬ লাখ টাকার য়তি হয়েছে বলে তিনি জানান।

সাম্প্রতিক মন্তব্য