logo
news image

লালপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ ও প্রধান শিক্ষকের পরের ধাপে অর্থাৎ ১১তম গ্রেডে বেতন প্রদানের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে নাটোরের লালপুর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে এই কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন তারা।
মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কিশোর কুমার গিরী, সহ সভাপতি আফজালুর রহমান, আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক আব্দুল মোমিন শাহীন, সহ সম্পাদক মেহেদী হাসান বুলবুল,সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আবু জাফর,সহ দপ্তর সম্পাদক নজরুল ইসলাম শামিম, অর্থ সম্পাদক কল্যানময় প্রামানিক,মহিলা সম্পাদিকা আফলাতুন নেছ পাপিয়া, সহ মহিলা সম্পাদক তাপসী রাণী সরকার সহকারী শিক্ষক আবু হানিফ প্রমুখ। মানববন্ধনে উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top