logo
news image

বাগাতিপাড়ায় নানা আয়োজনে শিক্ষা সপ্তাহ উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বাগাতিপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষা সপ্তাহ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে উপজেলা শিক্ষা  অফিসের আয়োজনে বুধবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউএনও নাসরিন বানুর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। শিক্ষক বজলারুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রুম টু রিডের ফিল্ড ম্যানেজার জয়নাল আবেদিন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, শিক্ষা কর্মকর্তা ফাইজুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মজনু মিয়া, ইউআরসি’র ইন্সট্রাক্টর আনন্দ মোহন, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সাহাদৎ হোসেন প্রমুখ। পরে শিক্ষা বিভাগের আয়োজনে ও রুম টু রিডের সহযোগিতায় অনুষ্ঠিত দুই দিন ব্যাপী শিক্ষা মেলার উদ্বোধন করেন সাংসদ শহিদুল ইসলাম বকুল। এছাড়াও মেলায় স্থান পাওয়া ৩৫টি স্কুলের দেয়াল পত্রিকা ও স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। সবশেষে রুম টু রিডের ‘পড়া-লেখা-খেলা’ নামের চমকপ্রদ খেলায় অংশ নেয় শিক্ষার্থীর।

সাম্প্রতিক মন্তব্য

Top