logo
news image

বাগাতিপাড়ায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী গকুল বিজয়ী

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া (নাটোর)।  ।  
রোববার (১০ মার্চ) নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে অহিদুল ইসলাম গকুল বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২৬ হাজার ৩৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের সেকেন্দার রহমান পেয়েছেন ২০ হাজার ৭৮০ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির প্রার্থী আব্দুল হাদী ২৬হাজার ২৭১ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আমানুল্লাহ আমান টিউবয়েল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ১৩১ ভোট। এছাড়া একই পদের অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মেহেদী হাসান দোলন তালা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪৫৩ ভোট এবং কাজী আমানুর রহমান উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮২৭ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে খোদিজা বেগম শাপলা ফুটবল প্রতীকে ২১ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিদা বেগম মিতা হাঁস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৭০১ ভোট। অন্য প্রতিদ্বন্দ্বী লুৎফুন্নাহার লতা পেয়েছেন ৯হাজার ৬৫১ ভোট।
এ উপজেলায় চেয়ারম্যান পদে দুই, ভাইস চেয়ারম্যান পদে চার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ দুই হাজার ৫৭৪ জন।  এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ৫১হাজার ৫৭৪ এবং পুরুষ ভোটারের সংখ্যা ৫১ হাজার।

সাম্প্রতিক মন্তব্য

Top