logo
news image

আশি পার করলেন শামসুর রহমান শরীফ এমপি

ঈশ্বরদী (পাবা) সংবাদদাতাঃ
২৬শে ফাল্গুণ আশি বছর পার করলেন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে অত্যাচার, জেল-জুলুম, নির্যাতন সহ্য করেছেন বর্ষিয়াণ এই নেতা। পাশাপশি ১৯৯৬ হতে এখন পর্যন্ত পর পর ৫ বার তাঁকে জতীয় সংসদ সদস্য নির্বাচিত করায় তিনি এখন ঈশ্বরদী ও আটঘোড়িয়াবাসীর জননেতা। এরমধ্যে বিগত সময়ে তিনি অত্যন্ত সুচারুভাবে ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্ণাঢ্য জীবনে তিনি শুধূ ঈশ্বরদী বা আটঘোড়িয়া নয় পাবনা জেলার মধ্যে সকলের প্রিয় ডিলু ভাই কিংবদন্তি। বর্তমান জাতীয় সংসদে মুক্তিযোদ্ধা সংসদ সদস্য থাকলেও ভাষা সৈনিক কেউই নেই। তিনি একমাত্র ভাষা সৈনিক। পাবনা জেলা স্কুলের ছাত্র থাকা অবস্থায় তিনি ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন। জননেতা শরীফ একাত্তরে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে ২৯ শে মার্চ ঈশ্বরদীর মাধপুরে পাকবাহিনীর প্রতিরোধ যুদ্ধের নের্তৃত্ব দেন ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে আশিতেও তিনি ভোটারদের দ্বারে দ্বারে একজন তরুণের মতো দাপিয়ে বেড়িয়েছেন। যেকারণে বিপুল ভোটে নির্বাচিত হয়ে আশিতেও হাসলেন বিজয়ের হাসি।

সাম্প্রতিক মন্তব্য

Top