logo
news image

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে সন্তোষ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।  ।  
রূপপুর পারমাণবিক প্রকল্প সংক্রান্ত রুশ-বাংলাদেশ যৌথ সমন্বয় কমিটির সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
বুধবার (৬ মার্চ) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয় বলে সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়।
সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণের বর্তমান অবস্থা এবং নির্ধারিত সময়ে প্রকল্প সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপসহ কাজের পর্যালোচনা করা হয়।
রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রসাটমের প্রথম উপ- মহাপরিচালক, অপারেশনাল ম্যানেজমেন্ট এবং রূপপুর প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর এএসই গ্রুপ অব কোম্পানীজের প্রেসিডেন্ট আলেক্সান্দা লোসকিন।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্দার ইগনাতভসহ উভয় দেশের উচ্চ পদস্থ কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
জনশক্তি প্রশিক্ষণ এবং বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রপাতির ডেলিভারী সংক্রান্ত বিষয়গুলো নিয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয় । যৌথ সমন্বয় কমিটির সিদ্ধান্তগুলো অনুমোদিত চূড়ান্ত প্রটোকলে নথিভূক্ত করা হয়।
রুশ আর্থিক ও কারিগরী সহায়তায় নির্মীয়মান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ৩+ প্রজন্মের ভিভিইআর ১২০০ রিয়্যাক্টর ভিত্তিক দুটি ইউনিট স্থাপন করা হচ্ছে। প্রতি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট।
সমন্বয় কমিটি থেকে জানানো হয়, প্রথম কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে উভয় ইউনিট নির্মাণের সক্রিয় অধ্যায় ইতোমধ্যে শুরু হয়েছে। উভয় ইউনিটে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিষ্ক্রীয় নিরাপত্তা ব্যবস্থা, কোর ক্যাচার স্থাপনের কাজও এগিয়ে চলছে। বর্তমানে উভয় বিদ্যুৎ ইউনিটের মূল ভবন ও কাঠামো নির্মাণ করা হচ্ছে।
২০২৩ সাল নাগাদ প্রথম ইউনিট এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট বিদ্যুৎ উৎপাদনে যাবে বলে আশা করা হয় ।

সাম্প্রতিক মন্তব্য

Top