logo
news image

লালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
“দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় নাটোরের লালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৯ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ০ এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর র‌্যালি, আলোচনা সভা করে এবং লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া দেয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী  অফিসার উম্মুল বানীন দ্যুতি, শিক্ষা অফিসার নজরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপ সহকারী প্রকৌশলী, মুশফিকুর রহিম, গোপালপুর উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক আলাউদ্দিন মন্ডল, সহকারী প্রধান শিক্ষক শরিফুদ্দিন বাবলা, লালপুর ফায়ার সার্ভিস এর অগ্নিকান্ড মহড়ার লিডার সুলতান আহমেদ প্রমূখ।

সাম্প্রতিক মন্তব্য

Top