লালপুরে প্রতিবন্ধী ছাত্রী ধর্ষনের শিকার
নিজস্ব প্রতিবেদক, লালপুর ( নাটোর)। ।
নাটোরের লালপুরে প্রতিবন্ধী স্কুল ছাত্রী ধর্ষনের শিকার হলেও টাকার বিনিময়ে মিমাংসার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, লালপুর উপজেলার গন্ডবিল গ্রামের প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে বাড়িতে একা পেয়ে সোমবার (৪ মার্চ) একই গ্রামের আমজাদ হোসেন ( ৪৫) জোরপূর্বক ধর্ষন করে। বিষয়টিকে ধামাচাপা দিতে স্থানীয় মাত্বববরা চেষ্টা করে যাচ্ছে। ৫ হাজার থেকে ৪০ হাজার টাকায় মিমাংসার চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মোহরকয়া ছায়া প্রতিবন্ধী ও অটিষ্ট্রিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান বলেন, মেয়েটির মা এসেছিল, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে চাপ সৃষ্টি করা হচ্ছে। থানায় মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।
দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহাদত হোসেন সাধু সত্যতা নিশ্চিত করে জানান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাম্প্রতিক মন্তব্য