logo
news image

পররাষ্ট্র মন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন ইমদাদুল হক

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া (নাটোর)। ।  
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন চ্যানেল২৪ এর বিজনেস রিপোর্টার নাটোরের বাগাতিপাড়ার সন্তান ইমদাদুল হক। বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ইমদাদুল হক বাগাতিপাড়া উপজেলার সোনাপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে। তিনি সাংবাদিকতায় সমকাল, বণিক বার্তা সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। সবশেষ হামিম গ্রুপের চ্যানেল২৪ এ বিজনেস রিপোর্টার হিসেবে কাজ করছিলেন। তিনি ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি।  
ইমদাদুল হক পররাষ্ট্র মন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। 

সাম্প্রতিক মন্তব্য

Top