logo
news image

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সেলিম হত্যা মামলায় পাকশীর চেয়ারম্যান পুত্র গ্রেফতার

ঈশ্বরদীর পাকশী রূপপুরে মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যার ঘটনায় পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস ওরফে এনাম বিশ্বাসের পুত্র মোস্তাফিজুর রহমান রকি বিশ্বাসকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রকি উপজেলা যুবলীগের সদস্য বলে জানা গেছে।
 পুলিশ জানায়, রূপপুর ফটু মার্কেট সংলগ্ন নিজ বাড়ি হতে গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকধারী পুলিশের একটি দল বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। মুক্তিযোদ্ধা হত্যাকান্ডের ঘটনায় রকির চাচাতো ভাই যুবলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল কাফি আরজু বিশ্বাসকে পুলিশ গত ১০ই ফেব্রুয়ারী অস্ত্রসহ আটক করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ চেয়ারম্যান পুত্র রকি বিশ্বাসের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, মুক্তিযোদ্ধা সেলিম হত্যা মামলায় ইতোপুর্বে অস্ত্রসহ গ্রেফতার হওয়া আরজু বিশ্বাসসের দেয়া তথ্য মতে রকি বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, বিকেলে রকি বিশ্বাসকে পাবনা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উপস্থিত উপস্থিত করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এরআগে ২০১৭ সালের ৩০শে এপ্রিল রকি আইন শৃংখলা বাহিনীর হাতে ৩০ রাউন্ড গুলিসহ গ্রেফতার হয়। রকির বিরুদ্ধে একধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক নয়টার দিকে মুক্তিযোদ্ধা সেলিম মোটর সাইকেল যোগে নিজ বাড়িতে প্রবেশের সময় আঁততায়িদের গুলিতে আহত হয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।  এঘটনায় নিহত সেলিমের ছেলে তন্ময় বাদি হয়ে অজ্ঞাতানামা আসামী করে থানায়  হত্যা মামলা দায়ের করেন। মুক্তিযোদ্ধা সেলিমের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে পাকশী ও ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সংসদসহ রূপপুরবাসীর পক্ষ হতে লাগাতার বিক্ষোভ, প্রতিবাদ সভা, মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হচ্ছে।

সাম্প্রতিক মন্তব্য

Top