logo
news image

লালপুরে পুলিশের লিফলেট বিতরণ ও মাইকিং

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
“মাদক তাড়াও-মানুষ বাঁচাও” স্লোগানকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টির লক্ষে বুধবার (৬ মার্চ) নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন স্থানে জেলা পুলিশের পক্ষে লিফলেট বিতরণ ও মাইকিং করেছে লালপুর থানা পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল জানান, নাটোর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করেছে। তিনি আরো জানান, মানুষের মধ্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষে এবং মাদকের কালো থাবা থেকে দেশকে রক্ষা করা তথা আগামী প্রজন্মকে সুস্থ সুন্দর রাখার লক্ষে এ অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবনকারী, বিক্রয়কারী তথা মাদকের সাথে জড়িতদের সামাজিকভাবে বর্জন করতে এবং তাদের সম্পর্কে তথ্য দিতে লালপুর থানার মোবাইল ০১৭১৩-৩৭৩৮৬১ এই নম্বরে কল করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।  
এ সময় উপজেলা নির্বাহী  অফিসার উম্মুল বানীন দ্যুতি, এসআই আনোয়ারুল ইসলাম, পিএসআই মেহেদী হাসান, রবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top