logo
news image

ঈশ্বরদী পৌর শ্মশানে হর-মুন্ড মালিনী উৎসব

ঈশ্বরদী পৌর শ্মশানে দুই দিন ব্যাপী হর-মুন্ড মালিনী উৎসব অনুষ্ঠিত হচ্ছে। শ্মশানের চতুর্থ বর্ষ পূতিৃ উপলক্ষে বিগত চার বছর যাবত বাংলাদেশের একমাত্র ঈশ্বরদীতে এই উৎসবে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষের সমাগম হয়।
মঙ্গলবার বেলা ১২টায়  শিব চতুর্দ্দশীতে হিন্দু ভক্তরা মৌবাড়ি দূর্গা মন্দির হতে নগ্ন পদযাত্রা করে শ্মশানের শিব মন্দিরে এসে ভোলানাথের মাথায় ফুল-বেলপাতা সহকারে জল ঢালার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে। এর আগে সোমবার রাতে শ্মশানে চার প্রহর ব্যাপী ভোলানাথের পূজা অনুষ্ঠিত হয়েছে। শ্মশানে দিন ও রাত ব্যাপী কীর্ত্তন অনুষ্ঠিত হয়। কীর্ত্তনের সাথে সাথে দুপুর দেড়টা হতে শুরু হয় ভক্ত সেবা। ভক্ত সেবায় হাজার হাজার ভক্ত প্রসাদ গ্রহন করে। রাতে অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় শ্মশান কালী মায়ের পূজা।
সাধারণ সম্পাদক স্বপন কুমার কুন্ডু’র পরিচালনায় র‌্যালীর নেতৃত্ব দেন শ্মশান পরিচালনা কমিটির সভাপতি বিশ্ব নাথ পাল, সহ-সভাপতি ডাঃ জহর লাল বাগচী, উপদেষ্টা অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, ডাঃ রাজেন্দ্র নাথ মেহেতা, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল চক্রবর্তী, প্রবীর বিশ্বাস, মাধব চন্দ্র পাল, আশুতোষ পাল, দেব দুলাল রায়, গোপাল অধিকারী, নিলু রঞ্জন সরকার, বাসুদেব কর্মকার, সুভাস পাল, বিমল চৌধুরী, প্রশান্ত কর্মকার, গনেশ ঘোষ, দিপু চৌধুরী, সুমন সাহা প্রমূখ।

সাম্প্রতিক মন্তব্য

Top