logo
news image

ঈশ্বরদীর মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকারী গ্রেফতার না হলে সকল কর্মসূচি বর্জনের ঘোষণা

ঈশ্বরদীর রূপপুরের মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিমকে গুলি করে হত্যার  ২৪ দিনেও প্রকৃত আসামী গ্রেফতার না হওয়ায় মুক্তিযোদ্ধারা মানববন্ধন হতে সরকারি সকল কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছেন। শনিবার বেলা বারোটার দিকে দ্রুত আসামী গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিশাল মানববন্ধন হতে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথাও বলা হয়েছে। গোলাম মোস্তফা চান্না মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় ১০ই মার্চ পর্যন্ত আলটিমেটাম দিয়ে বলা হয়, সরকারি কর্মসুচিতে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহন বর্জনের পাশাপাশি কোন মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করলে সরকারি পর্যায়ের গার্ড অব অনারও গ্রহন করা হবে না। এছাড়াও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের দিনে কালো পতাকা উত্তেলন করা হবে বলে ঘোষণা দেয়া হয়।
মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর সঞ্চালনায় এসময বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, জেলা কমিটির সহ-সভাপতি ও নৌকা মার্কার উপজেলা চেযারম্যান প্রার্থি মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল খালেক, পাকশীর কমান্ডার হবিবুল ইসলাম হব্বুল, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু মন্ডল, সিপিবি,র আব্দুর রাজ্জাক, প্রেসকাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, পাকশীর আঃ লীগ নেতা রেজাউল করিম রাজা, সাংবাদিক সেলিম সরদার, যুবলীগ নেতা আনোয়ার হোসেন প্রমূখ।

এসকেকে,২-৩-১৯,ঈশ্বরদী।

সাম্প্রতিক মন্তব্য

Top