logo
news image

মুক্তিযোদ্ধা সেলিম হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

পাকশী ইউনিয়ন পরিষদের আইন শৃংখলা কমিটির সভায় মুক্তিযোদ্ধা সেলিম হত্যায় জড়িত ঘৃণিত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে। পাকশীর চেয়ারম্যান এনামুল হক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বীর মুক্তিযোদ্ধা, সদালাপী,সত্যমত প্রকাশে নির্ভিক সৈনিক ও বিশিষ্ঠ আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিমকে রাতের আঁধারে গুলি করে হত্যার তীব্র নিন্দা জানানো হয়। গৃহীত সিদ্ধান্তে অপরাধীদের দৃষ্টান্তমূক শাস্তির দাবী করে বলা হয়, এই হত্যাকান্ড সংঘঠিত করে অপরাধীরা মানবতা বিরোধী অপরাধ করেছে। জঘন্য ও হৃদয় বিদারক ঘটনার সাথে জড়িতদের বিচারের জন্য পরিষদের পক্ষ হতে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে আরো তৎপর হওয়ার অনুরোধ জানানো হয়। এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সভায় পাকশী ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্য ও নারী সদস্য চাড়াও সদস্য সচিব মিজানুর রহমান খোকন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৬ই ফেব্রুয়ারী রাত নয়টার দিকে মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম নিজ বাড়ির গেটের সামনের দুস্কৃতিকারীদের গুলিতে নিহত হন।

সাম্প্রতিক মন্তব্য

Top