logo
news image

বাংলাদেশে তৈরি বিশ্বখ্যাত হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল বাজারে আসছে

বাংলাদেশে তৈরি জাপানের বিশ্বখ্যাত হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল চলতি বছরেই বাজারে আসছে বলে জানিয়েছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। মঙ্গলবার শিল্পমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এ তথ্য জানান।

বৈঠক হোন্ডা প্রাইভেট লিমিটেডের কর্মকর্তারা বলেন, বর্তমান সরকারের নীতি সহায়তার ফলে বাংলাদেশে মোটরসাইকেল শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। গত অর্থবছরের বাজেটে এখাত সংশ্লিষ্ট সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে মোটরসাইকেল বিক্রি শতকরা ১৫০ ভাগ এবং সরকারের রাজস্ব আয় প্রায় সাড়ে ছয় শ কোটি টাকা বেড়েছে। ফলে আগামী বাজেটেও শুল্ক সুবিধা ও রেজিস্ট্রেশন ফি কমানোর দাবি জানান তারা।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, মোটরসাইকেল শিল্পের বিকাশে শুল্ক সুবিধাসহ অন্যান্য নীতি সহায়তা অব্যাহত থাকবে। হোন্ডা মোটরসাইকেলে ব্যবহূত খুচরা যন্ত্রাংশ যৌথ বিনিয়োগে কিংবা শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন কারখানাগুলোতে প্রস্তুত করা হবে। এর ফলে দেশেই শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ ও কর্মসংস্থানের সুযোগ গড়ে ওঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি

সাম্প্রতিক মন্তব্য

Top