লালপুরে মাদক ব্যবসায়ী ও সেবীদের জন্য সতর্ক বাণী লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)। ।
“মাদক তাড়াও মানুষ বাঁচাও” শ্লোগানে মাদক ব্যবসায়ী ও সেবীদের জন্য সতর্ক বাণী লিফলেট বিতরণ করেছে নাটোরের লালপুর থানা পুলিশ।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন, লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল, ইন্সপেক্টর (তদন্ত) মনোয়ারুজ্জামানসহ অফিসার ও কন্সটেবলগণ।
নাটোর জেলা পুলিশের এই প্রচারপত্রে বলা হয়, মাদক সর্বগ্রাসী ও সর্বনাশী। মাদক ব্যক্তি, পরিবার, রাষ্ট্র ও সমাজকে করে ধ্বংস-করে বিনাশ।
নাটোর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করেছে। এ অভিযানে আপনিও আমাদের একজন অন্যতম সহযোদ্ধা। যোগ দেন মাদকের বিরুদ্ধে এই যুদ্ধে -অংশ নেন সমাজ গঠনে-বাঁচিয়ে তুলুন পরবর্তী প্রজন্মকে।
মাদকসেবী, সরবরাহকারী ও ব্যবসায়ীকে সামাজিকভাবে বর্জন করুন । তথ্য দিন তাদের কার্যকলাপ সম্পর্কে। আপনি নিরাপদ থাকুন-সমাজ নিরাপদ থাকুক দেশের অর্থনৈতিক অগ্রগতিকে সমুন্নত রাখুন ।
জেনে রাখুন-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড।
মাদক সম্পর্কিত তথ্যদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
প্রচারে- জেলা পুলিশ, নাটোর।
সাম্প্রতিক মন্তব্য