logo
news image

মুলাডুলি কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও ডিজিটাল ল্যাবের উদ্বোধন

ঈশ্বরদীতে মুলাডুলি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ৪তলা বিশিষ্ঠ একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন ও উদ্বোধন করেন। আড়ম্বরপূর্ণভাবে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহম্মদ হোসেন ভূইয়া। প্রধান অতিথি এমপি শরীফ এসময় বলেন, উন্নয়নের মূল চালিকা শক্তিই হলো শিক্ষা। সরকার শিক্ষা ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মকান্ড পরিচালিত করছে। এসময় তিনি উন্নয়নের অগ্রাত্রাকে ত্বরান্বিত করার কাজে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আন্তরিক হওয়ার আহব্বান জানান।  
কলেজের অধ্যক্ষ এনামুল হক পাঠানের সভাপতিত্বে এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুলাডুলির চেয়ারম্যান সেলিম মালিথা, দাশুড়িয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, বাঁশেরবাদা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামায়ন কবির, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, কামাল হোসেন মিঠু প্রমূখ। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য